এবার আয় করুন দেশী ফ্রিলান্স সাইট থেকে !

অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করে থাকে যে, আমাদের দেশী কোন সাইট আছে কিনা যেখানে থেকে আয় করতে পারবেন তারা। আসলে এই কথাটি ৯০% নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝেই লক্ষ করা যায়। যারা ইন্টারনেট কিছুদিন হল ব্যবহার করছেন, তারা আয় নামের এই সোনার হরিণটার পিছনে প্রথম থেকেই ছুটতে এসেই এই কথাগুলো বলে থাকেন। আসলে বলবেই না কেন, নেট এর পিছনে তারা যুক্ত হচ্ছে, ‘ইন্টারনেটে টাকা উড়ে’, “ক্লিক করুন আর আয় করুন”, এমন আরো সব কথা এরওর মুখে শুনে শুনে। তাই নেটের সাথে যুক্ত হবার সাথে সাথেই আয় করার প্রবনতা তাদের মাঝে চলে আসে। এক্ষেত্রে ভুল নির্দেশনার অভাবে বেশির ভাগই প্রতারনার শিকার হয়ে। আয় নামক হরিণ টিকে শুধু স্বপ্নেই দেখে। বাস্তবিকতা কতজনের ভাগ্যে জুটে?

যাক, যারা নতুন নেটের সাথে যুক্ত হয়েই আয় করতে ইচ্ছুক হন তাদের জন্য সুসংবাদই বিস্তারিত পড়ুন

কোটি ছাড়লো গুগল+ এর সদস্য সংখ্যা !

জ্বী, যা টাইটেলে দেখছেন তা একদম সত্য কথা। 😉 সদ্য ২ সপ্তাহ হল চালু হওয়া গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল+ পার করে গেছে ১ কোটি সদস্য সংখ্যা। যদিও গুগলের কেউই এমনটা কল্পনা করতেই পারে নাই কারন এমনিতেই সামাজিক সাইটের মধ্যে ফেসবুকের জয়জয়কার অবস্থান। কিন্তু হঠাত করে এমন একটা খবর গুগলসহ পুরো বিশ্ববাসীকেই তাক লাগিয়ে দিলো। 🙂

বিস্তারিত পড়ুন

মাইক্রো ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল শেষ – পর্ব

মাইক্রোওয়ার্কার্স নিয়ে আজকে শেষ পর্বের পোষ্টিং শুরু করতে যাচ্ছি। যারা আগের দুই পর্বকে অনুসরন করে কাজ করতেছেন বা আগে থেকেই কাজ করে আসছেন মাইওয়ার্কার্স-এ তারা এই পর্ব থেকে জানতে পারবেন কিভাবে মাইক্রোওয়ার্কার্স এর কাজ করার পর অর্থ উত্তোলন করতে হয়।

অন্যান্য বড় বড় আউটসোর্সিং সাইটের মত মাইক্রোওয়ার্কার্স এও আপনি ভাল ভাল কাজ করতে পারবেন। কিন্তু, আগেও বলেছি কাজগুলো হবে অনেক ছোট ছোট তা আপনারও এতো দিনে বুঝে গেছেন আশা করছি। তাও একটি স্টেপ পর্যন্ত পৌছানোর পরে আপনি পেমেন্ট উত্তোন করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। আর মাইক্রোওয়ার্কার্স এর নিয়মানুযায়ী আপনি $10 আয় করার পর পরই উত্তোলনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন। এখানে আপনি যদি প্রথম বারের মত মাইক্রোওয়ার্কার্স থেকে অর্থ উত্তোলন করতে চান তবে, আপনাকে উত্তোলনের আগেই আপনার ঠিকানা ভেরিফাই করাতে হবে। তার পরে যেকোন সময় আপনি অর্থ উত্তোলন করাতে পারবেন। তো চলুন এবার কিভাবে কি করতে হবে দেখা যাক….

১. প্রথমে বারের মত উত্তোলন করতে হলে আপনাকে নিচের পদ্ধতিগুলো অনুসরন করে আপনার ঠিকানা ভেরিফাই করাতে হবে। এর জন্য আপনার মাইক্রোওয়ার্কার্স একাউন্টে লগইন করুন। তারপর “Withdraw $” পেজে ক্লিক করুন।

২. যদি আপনার একাউন্টের অর্থ এর পরিমান $10 পার হয়ে থাকে তরে নিচের মত বিস্তারিত পড়ুন

বন্ধ হতে যাচ্ছে ফেসবুক ফ্রেন্ডস এক্সপোর্টার প্লাগিন্স

গুগল ক্রোম এর এক্সটেনশন ডেভলপার মোহাম্মাদ মুনসুর জানিয়েছেন, ফেসবুক খুব শীঘ্রই তার ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য ফেসবুক ফ্রেন্ডস ইম্পোর্টার ক্রোম এক্সটেনশনটি ব্লক করতে যাচ্ছে। এতে করে, ফেসবুক এর ব্যব্যহারকারীদের তথ্য কেউ-ই অন্য কোন সাইটে প্রবেশ করাতে পারবে না কোনভাবেই।

মোহাম্মাদ মুনসুর এক্সটেনশনটির হোমপেজ এ আরো লিখেছেন. “Facebook is বিস্তারিত পড়ুন

মাইক্রো ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ২

গত পর্বে দেখিয়েছি কিভাবে কিভাবে মাইক্রোওয়ার্কার্স.কম এ রেজিষ্ট্রেশন এবং প্রোফাইল সাজাবেন । এই পর্বের মূল আলোচনা হবে, কিভাবে একটি জব পছন্দ করবেন এবং তা বায়ারের চাহিদা অনুযায়ী সাবমিট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই ….

মাইক্রোওয়ার্কার্স এ আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আপনার কোয়ালিটি মত। তবে, এখানে কাজ করার আজে ঠিক বড় বড় ফ্রীলান্সিং সাইটের মত বায়ারের চাহিদা আগে বুঝতে হবে আপনাকে। মানে বায়ার আপনার কাছে কি কি চাচ্ছে তার কাজের জন্য। একটু লক্ষ করুন কাজ করার পূর্বে কি কি বিষয় এর দিকে নজর দিবেন অবশ্যই :

ক. কাজ করতে শুরু করার আগে ভাল ভাবে জব বিবরন পড়ে নিবেন যে, আপনি জবটি করতে পারবেন কিনা। এখানে একটি কথা মনে রাখবেন, অনেক জব তাকবে যেটা আপনি করতে পারবেন। কিন্তু বায়ার তার কাজটির জন্য নির্দিষ্ট দেশ নির্বাচন করে দেন। সেই দেশ ব্যতিত অন্য কেউ কাজ করলেও পেমেন্ট পাবে না। আপনিও সেই দেশের আওতাভূক্ত না হয়ে কাজ করলে আপনি পেমেন্ট পাবেন না এটা ১০০% নিশ্চিত।

খ. সব মাইক্রো ফ্রীলান্সিং সাইটের কাজগুলোই সবনিম্ন ১ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট এর হয়ে থাকে। এত দেখা যায় অনেক কাজই সময়ের মধ্যে হতে পারে আবার নাও হতে পারে। এক্ষেত্রে কিছু চালাকি অবলম্বন করবেন, সেটা হল বায়ারের বিবরন এবং জব প্রুফ হিসাবে কি কি তথা চাইছেন তা স্টেপ বাই স্টেপ সেভ করে নিয়ে কাজ শেষ করবেন তার পরে নিচের থেকে I Accept this job এ ক্লিক করবেন। বিস্তারিত পড়ুন

নতুন রূপে “জিমেইল” !

কিছু দিন আগেই গুগল আলোড়ল সৃষ্টি করেছিল নতুন সোস্যাল নেটওর্য়াক সার্ভিস হিসাবে গুগল+ কে চালু করে। তারই ধারাবাহিকতায় গুগল+ এর সাথে ডিজাইনের মিল রেখে এবার পরিবর্তন আসছে জিমেইল এর। টেকক্রাউন্স এর এক বিববৃতিতে জানা গেছে যে, গুগল+ এর বর্তমান ডিজাইনটি করেছেন মাকিনটস এর ডিজাইনার Andy Hertzfeld। সেই সুবাদে হয়তো তাকে দিয়েই জিমেইল এর ডিজাইনটিও করা।

জিমেইলের অফিসিয়াল ব্লগ বলেছে “part of a Google-wide effort to bring you an experience that’s more focused, elastic, and effortless across all of our products

তারা আরো জানিয়েছেন, “strip out unnecessary clutter and make Gmail as beautiful as it is powerful.

এদিকে মেকইউজঅফ এর সূত্র থেকে জানা গেছে, অনেক ব্যবহারকারীরাই এরই মধ্যে জিমেইলের নতুন রূপটি উপভোগ করতে আরম্ভ করেছেন। ব্যবহারকারীরা নিজেরাই এই নতুন চেহোরাটি দেখতে পারবেন নিজেদের মেইল এর “Use the Classic Look” নামক সেটিংস অপশনে ক্লিক করার মাধ্যমে।

বিস্তারিত পড়ুন

গুগল প্লাসে জুকারবার্গ !!!!

কি পোষ্টের টাইটেল দেখে হুমড়ি খেয়ে পড়লেন নাকি? 😉 আসলেই কি সত্য খবর এটা। ভাবতে পারেন কখনো প্রতিযোগী প্রতিষ্টানের কাছে অন্য প্রতিযোগী প্রতিষ্টানের প্রধান তার প্রোফাইল করবে? আসলে সবই সম্ভব। আর সম্ভব বলেই গুগল প্লাসে তার নাম লিখিয়ে প্রমান করে দেখালে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। শুধু নিজেই যুক্ত হয়ে ক্ষ্যান্ত হন নাই, সাথে নিয়েছেন সাবেক ফেসবুকার Dustin Moskovitz এবং বর্তমান CTO Bret Taylor সহ আরো প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে। 😀

জুকারবার্গের অনাকাঙ্খিত গুগল+ এর আগমনকে কেন্দ্র করে বিস্তারিত পড়ুন

তথ্য প্রযুক্তির জনক যারা !

তথ্য ও প্রুযুক্তি কি তা বর্তমান বিশ্বকে আর নতুন করে বলে দিতে হয় না। চোচের সামানে আমরা যা-ই দেখছি তার সবই তখ্য-প্রযক্তি অবদান। একথা অনস্বীকার্য। মূল কথা হল, আমরা আজ যে, প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের জীবনকে সুখি সম্বৃদ্ধ করছি তার পিছনের মানুষগুলোকে কতজন জানি আমরা। আসলে একেবারেই যে জানি না তা নয়। হয়তো কম বা বেশি। আজকের পোষ্টি সাজানো হয়েছে এমন কতগুলো মানুষকে নিয়ে যারা চির স্মরনীয় !!

ইউটিউব(YouTube) এর জনক:

ইউটেউব একটি ভিডিও আদান প্রদানকারী ওয়েবসাইট। ওয়েব ২.০ এর অন্যতম কর্নধার ইউটিউব বর্তমান ইন্টারনেট জগতের একটি অন্যতম ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড, দেখা, আর আদান প্রদানের সুবিধা দান করে আসছে। এ সাইটে আরো আছে তথ্য পর্যালোচনা ও অভিমত প্রদান সহ নানা ধরনের প্রয়োজনীয় সুবিধা। ২০০৫ সাল্রে ১৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির জনক পেপাল প্রতিষ্ঠানের তিন প্রাক্তন চাকুরীজীবি- চ্যাড হারলি, ষ্টীভ চ্যান আর বাংলাদেশী বংশোদ্ভুত জাভেদ করিম

এক নজরে তারা: বিস্তারিত পড়ুন

ঘুরে আসুন একটি পূর্ণাঙ্গ ব্লগারস কমিউনিটি থেকে !

ব্লগ, ব্লগার, ব্লগিং। এথাগুলোর সাথে আমরা সবাই ভাল ভাবেই পরিচিত। কেউ মেনর খোড়াক মিটাতে ব্লগিং করে কেউবা অর্থ উপার্জন করতে। তবে, যে যা উদ্দেশ্য নিয়ে ব্লগিং করুক না কেন, ব্লগ এ কাঙ্খিত ভিজিটর না থাকলে কোন উদ্ধেশই সফল হয় না এটা আমরা সবাই জানি। এরই সুত্র ধরে আমরা ব্লগের জন্য মার্কেটিং করি অনেক জায়গায়, যাতে করে আমরা ভিজিটর পেতে পারি। কিন্তু কতটুকু সফল হই এভাবে তা আমরাই ভাল জানি। মাঝে মাঝে মার্কেটিং করতে যেয়ে অনেকের কটু কথাও কম শুনতে হয় না!!

যাহোক পোষ্টের মূল আলোচনায় যাবার আগে এতটুকু বলে রাখি, এই পোষ্টের মাধম্যে আমি এমন একটি কমিউনিটি সাইটের ঠিকানা শেয়ার করবো যেটা সম্পূর্ণরূপে ব্লগারেদের জন্যই তৈরী। তো একে ব্লগা কমিউনিটি না বলে কি বলবেন? তবে হ্যা, সাইটি থেকে আপনি কিছুটা হলেও ফেসবুকেরও সাধ পাবেন !!! 😉 তো চলুন মূল আলোচনায় …

আগেই বলে রাখি সাইটতে আপনি কি কি করতে পারবেন: বিস্তারিত পড়ুন

মাইক্রো ফ্রীলান্সিং মার্কেটপ্লেস “মাইক্রোওয়ার্কার্স” টিউটোরিয়াল পর্ব – ১

বর্তমান বিশ্বে আমাদের চাহিদার সাথে মিল রেখে অনেক ফ্রীলান্সিং সাইট এর উদ্ভাবন হয়েছে। কিন্তু, সবাই কি আমরা সেসব সইট থেকে কাজ নিতে পারছি? উত্তর, অবশ্যই “না”! কারন, আমরা কাজ করতে সবাই ইচ্ছুক কিন্তু কজন জানি সেসব কাজ করতে? এখানেও উত্তর আসবে হাতেগোনা কয়েকজন। একটা কথা মনে রাখতে হবে, শুধু করজ করতে চাইলেই হবে না। কাজ করতে হলে আগে কাজ জানতে হবে। তারপর জানতে হবে কিভাবে কাজ বায়ার থেকে নিবেন সবার সাথে পাল্লা দিয়ে। এবার হয়তো ভাবছেন আপনাকে দিয়ে ফ্রীলান্সিং হবে না এতো ঝামেলার মাঝে। আসলেই কি তাই? তাহলে কি আপনার দ্বারায় ফ্রীলান্সিং হবে না?

আসলে ফ্রীলান্সিং প্লাটফর্মাটা এতটাই বড় আর জটিল যে, এখানে কাজ না জেনে আপনি অন্যেদের সাথে কখনোই প্রতিযোগীতায় টিকতে পারবেন না। আর যদি মানে কারেন আপনাকে দিয়ে আসলেই সেইসব বড় সাইটে কাজ হবে না অথবা সেইসব বড় সাইটে কাজ করার আগে নিজেকে কিছুটা ঝালিযে নিতে চাচ্ছেন অথবা পড়াশুনার পাশাপাশি নিজের এবং ইন্টারনেটের বিল নিজের পকেট থেকে দেয়ার মত ক্ষমতা রাখবেন, তাহলে চলুন আপনার জন্যই অপেক্ষা করছে …. বিস্তারিত পড়ুন