ভয়

শুনেছি হাদিসে আছে, আল্লাহ তায়ালা মানুষকে কখনও অর্থ দিয়ে, কখনও জান-মালের ক্ষতি দিয়ে, কখনবা বিপদ-আপদ, ভয়, সমস্যার মধ্যে ফেলে দিয়ে ধৈর্যের ও ঈমানের পরীক্ষা করেন।

গত ৩/৪ টা মাস থেকে এতো বেশি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, আসলেই প্রকাশ করার ভাষা নাই। ২/৪ দিন ভাল কাটানোর পর এমন কিছু বিপদ ও ভয়ের মধ্যে ফেলে দেন যে ভাল ছিলাম এটা মুহুর্তের মধ্যে ভুলে যেতে বাধ্য হই।

গতকাল এমনই এক বিপদ ও অনাকাংখিত সংবাদ পেলাম। আমার মায়ের কিডনিতে মাঝারি সাইজের পাথর হয়েছে। ডাক্টর দেখায় চেকআপ করা হয়েছে, আগামীকাল আরেকটা চেকআপের পর ফাইনালি কি করা হবে জানা যাবে।

দুঃচিন্তায় স্তুব্ধ হয়ে পরে আছি গতকাল থেকে। সবাই দোআ করবেন আমার মা’র জন্য। আল্লাহ যেন ওনাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করেন। আমিন…