ব্যস্ত দিন মানেই – শুক্রবার!

অন্যদিন গুলোর সাথে আমি অনেক আগে থেকে শুক্রবারকে মিলাতে পারতাম না। কারণ, সচারচর প্রতিদিন আমরা যেভাবে চলাফেরা করি তাঁর থেকে এই দিনটা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষ করে আমরা যারা মুসলিম। বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে কখন যে এই দিনটি পার হয়ে যায় তা বুঝা মুশকিল। 🙂

যেমন ধরুন, প্রতিদিন আমি ঘুম থেকে উঠি সকাল ৯.৩০-১০টার মধ্যে তাও আম্মার চেঁচামেচি শুনার পর 😛 স্বভাবতই অনেক রাতে ঘুমাই দেখে। কিন্তু আজ, ঐ যে বললাম আজ শুক্রবার। ঘুম ভাংলো সকাল ৮.১৫ মিনিটে তাও বন্ধুদের মিস কলের অত্যাচারে! 😦 ক্রিকেট খেলতে মাঠে যেতে হবে। হুমড়ি খেয়ে কোন মতে টয়লেট সেরে একটু হাল্কা নাস্তা করেই ব্যাট হাতে দুইভাই চললাম মাঠে! 😉 ওদিকে ক্ষানিক লেট হবার কারনে বন্ধুদের মিসকল এর হিরিক পড়ছিল! 😀

মাঠে যাবার ৩০ মিনিট পর খেলা শুরু হল। আচ্ছা যদি ৩০ মিনিট পরেই খেলা শুরু হবে তাহলে আমাকে অন্তত্য শান্তিমত টয়লেট সাড়তে দিয়া উচিৎ ছিল নাকি? আপনারাই এর বিচার করেন! 😛

টস হেরে প্রথমেই ফিন্ডিং নিয়ে ৩০ মিনিট পর খেলা শুরু হল। এই রোদে প্রথমেই ফিল্ডিং!!! ঊহ!!! 😦

যাহোক, অপরপক্ষ নাজেহাল হয়ে ১৬ ওভারের শেষ বল পর্যন্ত সব উইকেট হারিয়ে করল মাত্র ৭০ রান! 😛 সেটা আমরা ৮ উইকেট এবং ৯ ওভার হাতে রেখেই সহজ জয় পেলাম! হি হি 😀

খেলা শেষে বাসার ফিরে একটু হালকা খাবার খেয়ে মোবাইল দিয়ে ফেবু ঘুতাঘুতি করলাম। তাঁরপর গোসল করে জুম্মার নামাজ। 🙂 নামাজ থেকে ফিরে দুপুরের ভোজন করলাম। ভাব্লাম খেয়েদেয়ে পিসিতে বসবো! কিন্তু কারেন্ট নাই!!! দূর ছাই! :-/ হালকা ঘুম দিতে চেষ্ঠা করলাম! কিন্তু নাহ! গরমের জালায় তাও হল নাহ!! 😦

এভাবে দুপুর গড়িয়ে বিকেল। যথারীতি নামাজ পরে এলাকার মোড়ে দাঁড়িয়ে মানুষ গননা করলাম। সবাই যা করে আরকি!!! হে হে হে!! 😛

এভাবে সন্ধ্যা হল, মাগরিবের নামাজ পড়লাম। এর পর আমাদের অনলাইন প্রফেশনালস এ্যাসোসিয়েশন, রংপুর এর মিটিং!!! আজকের দিনের সবচেয়ে বড় কাজ! এই মিটিং শেষ হল রাত ৯.৩০ মিনিটে। 🙂

এরপর বাসায় ফিরে ফ্রেশ হয়ে রাতের খাবার খেলাম! 🙂 তাঁরপর আমার এই ডাইরি খানা লিখলাম। সব শেষ ব্লগে প্রকাশ করলাম।

কি বুঝলেন? ব্যস্ত দিন মানেই – শুক্রবার! তাই না? 😉 😛

আজ এই পর্যন্তই! দেখা হবে আগামী কোন পোস্টে!

সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

শুভ রাত্রি! 😀

মন্তব্য প্রদান করুন ...