আমাদের ব্লগগুলো কি ধীর গতিতে লোড হচ্ছে, কেন? দেখুন তো।

একদম নতুন ব্লগার এবং কিছু সময় পার করেছেন ব্লগিং এ তারাও মাঝে মাঝে এই প্রশ্নটি করে থাকেন যে, কেন তাদের ব্লগ ধীর গতি সম্পন্ন? কেন অন্যদের(অভিঞ্জদের) ব্লগ অতি দ্রুত লোড হয়? এটা অত্যান্ত গুরুপ্তপূর্ন প্রশ্ন এবং হাস্যকর কিছু না। হাস্যকর কথাটি বললাম এই কারনে যে, অনেকেই আছেন যারা এই কথাটি শুনে অট্ট হাসিতে বসে পড়েন। যেটা নুতন ব্লগারদের বিমুখ করে দেয়। সম্প্রতি আমি কিছু টেকি ব্লগ এ ভ্রমন করেছিলাম, নিতান্তই আমার কিছু প্রয়োজনের কারনেই। সেখানে কয়েকটি ব্লগ লক্ষ করলাম যাদের অবস্থাটা এমন- ১. হেডার এতাটাই রং এ ভরপুর যা পাঠকের বিরক্তির কারন। ২. একটি ব্লগে দেখলাম কমপক্ষে ১০টির উপরে বিভিন্ন widgets. ৩. সবচেয়ে উল্লেখ্য যে, তাদের ব্লগে লিখার মান ভাল কিন্তু এই ২/১ টি কারনে তারা তাদের ভিজটরদের স্থায়ীভাবে আটকাতে পাচ্ছেন না। ব্লগারদের লিখার মান এর সাথে তাদের ব্লগ এর আউটলুক এবং লোডিং এর সময়টাও বিবেচ্য। ব্লগ এর মালিকদের ব্লগ লোডিং এর দিকটি তাই অত্যান্ত গুরুপ্তের সাথে বিবেচনা করা দরকার। কারন ভিজিটর আপনার ব্লগের তথ্য পড়তে আসবে তার প্রয়োজনে। তারা পড়তে এসে যদি অপ্রত্যাশিত ভাবে অপেক্ষা করতে হয় তাহলে সে দ্বিতীয় বার আপনার ব্লগে ঘুরেও তাকাবে না। চলুন মূল আলোচনায়… বিস্তারিত পড়ুন

আমার ব্যক্তিগত বাংলা ব্লগিং এর সূচনা পর্ব

একটি সময় বাংলা ব্লগ বা ব্লগিং কি জিনিসি তা বুঝতাম না। কালক্ষনে অন্যদের মত আমারো ব্লগিং বুঝতে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। প্রথমদিকে, মনে পড়ে ২০০৭ এর শেষ কিংবা ২০০৮ এর শুরুর দিকে ব্লগিং এ হাতেখড়ি হয় এই ওয়ার্ডপ্রেস দিয়েই। মাঝে অনেকটা সময় পাড় হয়ে গেছে, নিজের ইংরেজি ব্লগে এবং অন্যের কয়েকটি ব্লগে বাংলায় ব্লগিং করছি ঠিকই, কিন্তু নিজেস্ব একটি বাংলা ব্লগ এর অপূর্নতা নিজেকে ঘিড়ে ধরেছিল কিছদিন থেকে। তাই নতুন করে এই ব্লগের সূচনা করতে হলো। তাও আবার সেই প্রথম ব্লগিং এর তাতে খড়ি ওয়ার্ডপ্রেস দিয়েই।  🙂

প্রথম পোষ্টেই বেশি কথা বাড়াবে না। ব্লগ যখন খুলেছি তখন এর পূর্ণাঙ্গ ব্যবহারও নিশ্চিত করবো। তো চলুন কি কি পেতে পারেন আমার বাংলা ব্লগ থেকে দেখে নিই এক নজড় …..

ক) অন্যান্য বাংলা ব্লগে আমার লিখা পোষ্ট/টিউনগুলো।

খ) আমার ইংরেজি ব্লগের কিছু লিখার বাংলা অনুবাদ।

গ) ব্লগ,  ব্লগিং, এসইও সম্পর্কিত পোষ্ট।

ঘ) ইন্টারনেটে আয়/ ফ্রীলান্সিং বিষয়ক পোষ্ট।

ঙ) আমার জীবনের ঘটে যাওয়া বিষয়গুলো এবং আরো অনেক কিছু। বিস্তারিত পড়ুন