জিজ্ঞাসা?

আমার ব্লগের এই পেজে সবাইকে স্বাগতম!

এই পেজে আপনি আপনার সকল জিজ্ঞাসা বা প্রশ্ন উপস্থাপন করতে পারেন।  হতে পারে আমার থেকে আপনাদের যেকোন চাওয়া-পাওয়া,  সহযোগীতা সেটা হতে পারে আমার সম্পর্কে। হতে পারে কোন প্রযুক্তিগত জিজ্ঞাসা! হতে পারে আপনাদের কারো ব্যক্তিগত সমস্যা। এক কথায় আমার এই পেজটি সবার জন্য উম্মুক্ত। একটি কথা: আপনাদের সব কথার জবার যে আমি জানি বা দিতে পারবো বা সাথে সাথে দিতে পারবো সেটা ধারনা করা ভুল হবে।  আমি না পারলেও হয়তো অনেকেই আপনার সমস্যা সমাধান দিতে আসবে। সেই পর্যন্ত অপেক্ষা করুন।  তবে এখানে যে বিষয় গুলো আলোচনায় আসবে না-

১. রাজনৈতিক কথা বার্তা।

২. ধর্মীঁয় উস্কনীমুলক কথাবার্তা।

৩. এক অন্যকে হয়রানী বা উস্কানীমূলক আলোচনা।

এছাড়াও আরো অনেক বিষয় যেগুলো প্রকাশ্যে অন্যের ক্ষতিসাধন কবরে। সেগুলো এখানে আলোচনায় না আনার জন্য বিশেষভাবে অনোরোধ জানানো যাচ্ছে। যারা এই কথাগুলো অমান্য করে উগ্র আচারণ করবেন, তাদের কথাগুলো সাথে সাথে মুছে ফেলা হবে।

ধন্যযোগ!

 

আপনার জিজ্ঞাসাগুলো নিচের মন্তব্য আকারে প্রকাশ করুন।

127 thoughts on “জিজ্ঞাসা?

    • হুম হতে পারে। ভালবাসা বা ভাললাগা দুটি ব্যাপারই আপেক্ষিক, এবং আলাদা। আপনার অন্যকে ভাললাগা থেকে ভালবাসায় পরিণত হতে পারে। আবার এমনটা যে তার সকল আচরন, কাজ আপনাকে ভাল নাও লাগতে পারে প্রথমে। যখন তাকে বুঝতে পারবেন সম্পূর্ণভাবে তখন হয় তার খারাপ লাগাকে ভাললাগা শুরু হবে না হয়তো আপনার আচারন তাকে ভাল হতে প্রভারিত করবে, মানে তার খারাপ অভ্যাসগুলো পরিবর্তণ করবে। এইতো ভালবাসা থেকে ভাললাগা।

      আসলে আমি কিন্তু লাভ গুরু নই। আমার জ্ঞান থেকে যা আসছে তাই বললাম।

      প্রশ্নের জন্য ধন্যযোগ! ভাল থাকবেন। 🙂

    • আসলে জিপি মডেম বা তাদের লাইন দিয়ে আমিও প্রায় ৩ বছর নেট চালিয়েছি। তাদের লাইনে ডাইনলোড স্পীড কমের কারন আমার কাছেও অজানা। তবে, তাদের লাইনে ডাটা অনেক কম্প্রেস করে ব্রাউজারে প্রদর্শন করে। সাথে ডাইনলোড এর ব্যাপারটা অনেক ক্রিটিক্রাল। আপনি ছোট প্যাকেজ ইউজ করলে ডাইনলোডে অনেক সময় নষ্ট করবেন। তার থেকে আপনি অন্য অপারেটর দিয়ে চেষ্টা করে দেখুন। ফলাফল ভাল পাবেন।

    • Ariful Islam Shaon বলেছেন:

      ১৫/০১/২০১২ থেকে বিটিসিএল তাদের প্রতিটি ইন্টারনেট প্যাকেজের স্পীড দ্বীগুন করবে। তাই প্যাকেজ মূ্ল্যেরও দাম বাড়বে। এই কারনেই ৩০০ টাকার প্যাকেজ এখন ৪৫০টাকা। আর ADSL মডেম বাহিরে পাওয়াবে কিনা তা আমার জানা নেই। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন।

  1. সালাম ভাই
    আমি আপনার কিছু পোস্ট পড়েছি অনেক সাহায্য পেয়েছি । আপনাকে অনেক অনেক ধন্যবাদ । ভাই আমি একটা বড় সমস্যা পরেছি । কিছুদিন আগে নতুন ভিপিএস নিলাম সব কিছু ঠিক ঠাক ভাবেই করেছি আপনার লেখা দেখে দেখে । কিন্তু এখন সমস্যা হছে মাঝে মাঝে আমার একটি ডমেইন বন্ধ হয়ে জায় । আর বাংলাদেশে কিউবি নেট দিয়ে তো আসেই না । আসলেও মাঝে মাঝে আসে । একি ভিপিএস এ ৩ টা ডোমেই চলে ২টা সব সময় ঠিকি চলে কিন্তু একটা সব সময় অনলাইনে থাকে না । একেক সময় একেক দেশে বন্ধ হয়ে জায় । এখন আমার কথা হচ্ছে যদি ডিএসএন এ কোন সমস্যা হত তাহলে তো সব দেশ থেকেই বন্ধ হয়ে জেত তাই না ? সেটা হচ্ছে না । একেক সময় একেক দেশ থেকে বন্ধ হচ্ছে এবং একটা ডমেইন ই । বাকি ২টা কোন সমস্যা হয় না ।
    ভাই অনেক উপকার হত যদি না একটু সাহায্য করতেন । চির কৃতজ্ঞ থাকিতাম ।
    ধন্যবাদ । আসা করি উত্তর পাবো সমাধান সহকারে ।

    • Ariful Islam Shaon বলেছেন:

      প্রথমবার যখন হয়েই গেছেন তখনতো ২৫ ডলার কেটে নিছে তাই না? যদি কেটে নিয়েই থাকে তাহলে ১ মাস সেটার মেয়াদ পাবেন তারপর এম্নিতেই নরমাল মেম্বার হয়ে যাবেন! অথবা Profile মেনু থেকে Stop Gold Membership থেকে বন্ধ করতে পারবেন! 🙂

      আর হ্যাঁ, আপনি চাইলেই নিজ থেকে আপ্নার ফ্রীলাঞ্ছার একাউন্ট ডিলিট করতে পারবেন না নিজে! আপনাকে অদের কাস্তমার কেয়ারে কন্টাক করে দিলিট করায় নিতে হবে! 🙂

  2. ওয়েব সাইট ডিজাইন ও ডেভলেপমেন্ট শিখতে চাচ্ছি। কিভাবে শুরু করব এবং অগ্রসর হব ? উদ্দেশ্য ফ্রীল্যান্সিং করে বাড়তি আয়। চাকুরী করার পরও কি এটা সম্ভব??

  3. বিদুৎ খুব বিরক্ত করতেছে। অফিস থেকে বাসায় ফিরে দেখি উনি নাই। একটা নোট বুক কিনব ভাবিছ। কারণ সবোচ্চ বেকআপ।(৫/৬ ঘন্টা) কিন্তু ফোটোশপ (সি এসও) ব্যবহার করতে চাই। ২৫ হতে ৩০ হাজার এর মধ্যে ভাল গ্রাফিকস্ সাপোট দিবে এবং জুমলা, ড্রিম ওয়েভার ইত্যাদি চালানো যাবে, ফোটোশপ সি এসও চলবে এমন কিছুর মডেল ও ব্রেন্ড জানা থাকলে বলেন প্লিজ।

  4. rohan বলেছেন:

    ভাইয়া, illustrator শেখার ভালো কোন বাংলা PDF বই এর লিংক দেন। শেখার আনেক ইচ্ছা কিন্তু কোন মাধ্যম পাচ্ছি না। please………..

  5. Muahammad Abdul Wahid বলেছেন:

    শাওনভাই, সালাম নিবেন। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার।আমি আপনার ফ্রীলেন্সারের পিডিএফ ফাইলটা পড়ে অনুপ্রানিত হয়েছি এবং একাউন্টও খুলেছি। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। 1. পি এম বক্সে আসলে কি ধরনের কথা লেখা যায় একটা উদারণসহ বুঝিয়ে বলবেন। 2. আমি একটি প্রজক্টে বিড করতে চেয়েছিলাম, সেখানে বায়ার একটি ছবির সেম্পল চেয়েছিল যা পি এস ডি ফরমেটে হবে। কিন্তু আমি কোনভাবে ফাইলটি এটাচ করতে পারলাম না। এখানে আমি বুঝতে পারছিনা নতুন ফ্রীলেন্সার হওয়ার জন্য আমার কোন লিমিটেশন আছে কিনা, নাকি অন্যকোন সমস্যা। আমি জিপ ফাইল বানিয়েও চেষ্টা করেছি, হয় ন। আশা করি আপনি আমাকে একটা সমাধান দিবেন।

    • ধন্যযোগ যোগাযোগ করার জন্য! আপনার উত্তর নিচে দিলাম…

      ১.  PM বক্সে আপনি বায়ারের প্রোজেক্ট এর ধরন অনুযায়ী লিখা  মেসেজ করবেন। যদি তিনি লোগো  ডিজাইন এর প্রোজেক্ট দিয়ে থাকেন তবে লোগো  রিলেটেড মেসেজ + আপনার পুর্বের কাজের সিম্পল এট্যাচ করে দিবেন।  আসলে আসবের উদাহরণ দিয়ে বুঝানো  পসিবল হয়না। আপনাকে বুঝে নিতে হবে বায়ারের  চাওয়াটা কি। আর না বুঝলে তাকে আগে  জিজ্ঞাসা করুন। 

      ২. ছবির সিম্পল  বায়ার আমার জানা মতে আগেই পিএসডি ফরমেটে চাইতে পারে না। কারণ, অনেক বায়ারই আছেন যারা ইউজার থেকে সিম্পল  কালেক্ট করে নিয়ে যারটা পছন্দ হয় নিয়ে নেই। পরে দেখা যায় প্রোজেক্ট ক্যান্সেল করে দেয়। এবেপারে সাবধান থাকবেন। সিম্পল দিতে হলে ওয়াটারমার্ক করে দিবেন। .jpg, .png, .psd, bmp এসব ফরম্যাটে কখনই সিম্পল দিবেন না। তবে হ্যাঁ, যদি সেই বায়ারের সাথে আগেয় কাজ করে পেমেন্ট পেয়ে থাকেন তাহলে দিতে পারেন কিন্তু তারপরেও সাবধানতা অবলম্বন করবেন। 

      নতুন ফ্রীলান্সার হিসেবে ফাইল আটাচ করার কোন লিমিটেশন নাই। এটা হয়তো আপনার ব্রাউজার প্রবলেম। পুনরায় ট্রাই করে দেখুন।

      ভাল থাকুন! 🙂    Best Regard

      Md. Ariful Islam (Shaon)

      Founder & CEO  RangpurSource IT http://www.rangpursource.com

      ________________________________

  6. arif ahmed বলেছেন:

    আসসালামুআলাইকুম, ভাই কেমন আসসেন? ভাই আমি বাংলায় Photoshop দিয়ে wabsite ডিজাইন শিকতে চাই
    মেহেরবানি করে ,আমাকে কিছু গাইড লাইন দিন

  7. Dear Sir,
    সালাম ও শুভেচ্ছা রইল।
    আমি নিচের লেখটি ফেসবুকে দিতে চাই। আশাকরি সহযোগিতা করবেন এবং আমাকে শিখিয়ে দিবেন।
    ধন্যবাদ।

    ——————————————————–

    মা হীন মাতৃভূমি
    http://www.mahinmatribhumi.org/
    নিরাশাগ্রস্ত মানুষদের পরিসেবায়

    * আপনি কি কোন বন্ধু অথবা আত্মীয়কে জানেন যার সাহায্য প্রয়োজন?

    * আপনি কি কোন ইন্টারসেক্স শিশুকে চিনেন যে নির্যাতিত হচ্ছে?

    * আপনি কি বিবাহ বহির্ভূত কোন যুবতী/নারীকে চিনেন যিনি গর্ভবতী এবং একা হয়েও অসহায় শিশু/ভ্রণটির জীবন রক্ষা করতে চান ?

    * এ বিষয়ে আপনার মাধ্যমে আমরা সাহায্য করতে পারি।

    ** কৃপা করে মা হীন মাতৃভূমির উক্ত হোম পেজটি দেখুন এবং যোগাযোগ করুন। ব্লগেও লিখতে পারেন।

    মা হীন মাতৃভূমি অ্যাডমিন ডেস্ক

  8. Md. Abdul Wahid বলেছেন:

    শাওন ভাই নিশ্চই ভালো আছেন কারণ অন্যকে যে বিনা লাভে সাহায্য করে সে খারাপ খাকতে পারে না। যা্ই হোক দ্বিতীয়বার আপনার কাছে একটু হেল্প চাচ্ছি। Nero(নিরো) সফটওয়্যার ছাড়া ভালোমানের নতুন এবং উইন্ডোজ সেভেন 64বিট সাপার্ট করে, এরকম একটি সফটওয়্যার আমার দরকার।মূলত আমি বিভিন্ন ভিডিও ফরম্যাট থেকে ভালো মানের বা HD ভিডিও ডিভিডি তৈরী করতে চাচ্ছি। তাই আপনার কাছে অনুরোধ যদি এরকম কোন সফটওয়্যার এর লিংক থাকে তাহলে আমাকে জানাবেন।

  9. barat বলেছেন:

    আসসালামুআলাইকুম, ভাই কেমন আছেন? খুবই ভাল লাগল এই যে আপনি সবাই কে সেবা দিচ্ছেন তাই, আপনাকে অনেক অনেক…….. ধন্যবাদ।
    আমি citycell zoom মডেম এর ২ জিবি প্যাকেজ ব্যবহার করি। ২ মাস পূর্বে আমি বাংলালিংক ও গ্রামীন ফোন মোবাইল কোম্পানীর ওয়েব সাইটে যেতে পারতাম কিন্তু ইদানীং বাংলালিংক ও গ্রামীন ফোন মোবাইল কোম্পানীর ওয়েব সাইট ওপেন হয়না। দয়া করে জানাবেন কি?

  10. সিরাজ বলেছেন:

    আস সালামু আলাইকুম।সকল শুভ কামনা জানিয়ে ফেসবুক থেকে কিভাবে আয় করা যায় এবং আয়কৃত টাকা কিভাবে ফ্লেক্সিলোডের মাধ্যমে উত্তোলন করা যায়- দয়াকরে জানাবেন।এ বিষয়ে আপনার কোন পোষ্ট থাকলে লিংকটা দিবেন।

  11. barat বলেছেন:

    শাওন ভাই,
    আপনাকে পবিত্র শব-ই-বরাতের শুভেচ্ছা। আপনাকে আবারও বিরক্ত করছি।
    আমার ডেক্সটপ কম্পিউটার kasperky anti virus — installed দেওয়ার পর কম্পিউটার অনেক slow হয়ে গিয়েছিল। তারপর windows set up দিলেও হয়নি। বর্তমানে kasperky anti virus — installed করা নাই। কিন্তু তারপর থেকে microsoft office word save করতে গেলে বাংলায় পারি না। আমার computer-এ windows xp দিয়ে চলে। দয়া করে সমাধান করে দেবেন।
    বরাত

    • barat বলেছেন:

      শাওন ভাই,
      আপনাকে পবিত্র শব-ই-বরাতের শুভেচ্ছা। আপনাকে আবারও বিরক্ত করছি।
      আমার ডেক্সটপ কম্পিউটার kasperky anti virus — installed দেওয়ার পর কম্পিউটার অনেক slow হয়ে গিয়েছিল। তারপর windows set up দিলেও হয়নি। বর্তমানে kasperky anti virus — installed করা নাই। কিন্তু তারপর থেকে microsoft office word save করতে গেলে বাংলায় পারি না। আমার computer-এ windows xp দিয়ে চলে। দয়া করে সমাধান করে দেবেন।
      বরাত

  12. সিরাজ বলেছেন:

    আস সালামু আলাইকুম। ক্রেডিট কার্ডের জন্য আপনার সাজেশানে দেখলাম- ভারচুয়াল ক্রেডিট কার্ডের বিষয়টি। এটি দিয়ে কি এলাট পে একাউন্ট একটিভ করা যাবে? তাহলে কোথা থেকে এবং কিভাবে ভারচুয়াল ক্রেডিট কাড পেতে পারি-দয়াকরে জানাবেন।

    • আমার সাজেশন মানে? 😦 এলার্ট-পে এখন বাংলাদেশের যেকোনো অনলাইন ব্যাংক ট্রান্সেকশন স্টেটমেন্ট আপ্লোড করে ভেরিফাই করতে পারবেন। অযাথা ভিসিসি দিয়ে ভেরিফাই করে ঝামেলা পহানোর দরকার কি? 🙂

  13. siraj বলেছেন:

    আস সালামু আলাইকুম। ভাই, ব্যাংক ষ্টেটমেন্ট আপলোড করার কোন অপশন না পেয়ে পুনরায় আপনার সহযোগীতা চাচ্ছি।

  14. সিরাজ বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। বিদেশী ঠিকানা ব্যবহার আন ভেরিফাইড পেপাল একাউন্ট তৈরীর জন্য কি নিজের ই-মেইল আইডি ব্যবহার করতে হবে? ভিসিসি দিয়ে পেপাল ভেরিফিকেশনের কথা বলেছেন, কিন্তু ভিসিসি কোথায় পাব- দয়াকরে জানাবেন। ধন্যবাদ।

  15. siraj বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। উত্তরের অপেক্ষায় আছি। নতুন সমস্যা নিয়ে লিখছি। ইন্টারনেট চালু থাকাকালীন কম্পিউটারে কোন ওয়েব পেজ ডাউনলোড করলে ফাইলের সাথে সাথে একটা ফোল্ডারও সেভ হচ্ছে। ফোল্ডারটা ডিলিট করতে চাইলে ফাইলটাও ডিলিট হয়ে যাচ্ছে। দয়া করে সমাধানটা জানাবেন।

  16. সিরাজ বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। আপনার দেয়া লিংক অনুযায়ী ন্যাশনাল আইডি এবং ব্যাংক এস্টেস্টমেন্ট আপলোড করেছি। ২/৩ দিন অপেক্ষার মেসেজ এসেছে। অপেক্ষায় আছি। দোয়া করবেন। আর একটা বিষয়ে একটু নক করেছিলাম। ফেসবুক থেকে কিভাবে আয় করা যায়- এ সংক্রান্ত আপনার মতামত জানাবেন।

  17. সিরাজ বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। পেইজা বাংলাদেশ-এর জন্য কি আলাদা একাউন্ট করতে হবে এবং ভেরিফিকেশনটাও কি একই রকমের। দয়াকরে একটু উত্তর দেবেন।

  18. সিরাজ বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। হঠাৎ করেই উইন্ডোজ-৭ মেসেজ দিচ্ছে ‘‘এটা উইন্ডোজের জেনুইন কপি নয়’’। মনিটর কালো হয়ে আছে এবং ৩০ দিনের মধ্যে সমস্যার সমাধানের জন্য মেসেজ দিচ্ছে। মেসেজ অনুসরন করে দেখলাম জেনুইন উইন্ডেজের দাম ১৬৯ ডলার। চোখতো ছানাবড়া। বুঝতেই পারছেন। তা্ছাড়া, মজিলা দিয়ে যা ডাউন লোড করছি মূল ফাইলের সাথে একটা করে ফোল্ডার তৈরী হয়ে যাচ্ছে। জায়গা লাগছে দ্বিগুন। আবার ফোল্ডার কাটলে মূল ডাউনলোড করা ফাইলটাও কেটে যাচ্ছে । এক্সপি-র জেনুইন সিডি আছে আমার সংগ্রহে। কিন্তু ইন্সষ্টল করতে পারছি না। যদি একটা উপায় বাতলে দেন তো উপকৃত হব।

  19. পিংব্যাকঃ Hello world! | News Tag
  20. siraj বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। পেইজাতে ডকুমেন্ট আপলোডের জন্য আপনার দেয়া লিংক অনুসরন করেছি। তারা ভোটার আইডি গ্রহন করেছে। কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা গ্রহন করেনি। প্রথমে আমি বুঝতে না পারলেও পরে বিষয়টি বুঝলাম। আমার ভোটার আইডি সুনামগঞ্জ জেলার। আর বদলীজনিত কারনে ব্যাংক স্টেটমেন্ট হয়েছে কিশোরগঞ্জ জেলার। এখন, ভেরিফিকেশনের জন্য পাসপোট এবং ড্রাইভিং লাইসেন্স চাইছে। এর কোনটাই আমার নেই। এখন কি ভিসিসি-র সাহায্য নেব? এজন্যও আপনার সহযোগীতা চাই। ভিসিসি-র কোন ব্যবহার বিধি আমি জানিনা। তাছাড়া কিভাবে পাব- তাও জানিনা। আপনার সদয় সহযোগীতা কামনা করছি।

  21. সিরাজ বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। ব্যস্ততার জন্য কয়েকদিন যোগাযোগ রাখতে পারিনি। আমার আধ্যাত্নিক গুরু হযরত শাহজালাল(রহ) ও শাহ পরান(রহ) এর জন্য সিলেট আমার প্রিয় শহর। এপি ভেরিফাই করার জন্য চেষ্টা করছি। তবে, ভিসিসি কিভাবে পাব এবং কিভাবে ইউজ করব- যদি সম্ভব হয় জানাবেন।

  22. ঈদ মোবারক । প্লীস হেল্প মি…আমার প্রিয় BLog site টি Open হচ্ছে না..কেন হচ্ছে না ..Open কিভাবে হবে বলে দিলে খুবই খুশি হবো । আমার Site টি = http://www.shura981.blogspot.com/…Please প্রয়োজনে ফোন করলে ( 01915922561 আমি Back করব দরকার হলে G-Mail + Passoward দিব )

  23. সিরাজ বলেছেন:

    আস সালামু আলাইকুম। শাওন ভাই, ভাল ছিলেন, ভাল থাকবেন- এটাই কামনা করি। ক্ষুদ্র একটা বিষয় জানতে চাচ্ছি। ফেসবুকের ফ্রেন্ডলিষ্ট থেকে কোন বন্ধুকে ডিলিট করতে চাইলে কি করব? জানাবেন।

  24. সিরাজ বলেছেন:

    শাওন ভাই, আস সালামু আলাইকুম। মাইক্রো ওয়াকারে কিভাবে কাজের প্রুফ সাবমিট করতে হয়- দয়া করে জানাবেন। এ জাতীয় কোন ভিডিও টিউটোরিয়াল বা ইউ-টিউব ভিডিও বা আপনার জানামতে কোন পোষ্ট থাকলে জানাবেন।

  25. শাওন ভাই আমি পেপাল কিভাবে ভেরিফাই করব ? কোন বুদ্ধি থাকলে দয়া করে বলুন। ব্যাংক অথবা ক্রেডিট কার্ড ছাড়া। আগে ইট্রেড দিয়ে করা যেত এখন তা আর সম্ভব না। 😦

  26. masum বলেছেন:

    আমি web devolopment এর কাজ শিখতে চাই । আমি html ,css/css3 পারি । php সম্পর্কে কিছুটা ধারনা আছে (এগুলো ইন্টারনেট থেকে টিওটোরিয়াল দেখে শিখেছি ) .কোন প্রতিষ্ঠান থেকে শিখতে চাইলে কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে ভালো হবে ? নিজে নিজে শিখতে চাইলে সেটা কি সম্ভব ? সম্ভব হলে কি ভাবে ? কোনটি ভাল হবে নিজে নিজে না কি প্রতিষ্ঠানে শিখলে ?
    জানালে উপকৃত হতাম ।আমি আছি ঢাকাতে (বাসাবো) ।
    ধন্যবাদ
    মাছুম

  27. Repon বলেছেন:

    Brother, আমার নাম রিপন । আমি একজন নতুন Web Designer . আমি জানতে চাচ্ছিলাম, Notepad বা Dreamweaver এর মাধ্যমে কিভাবে আমি আমার Site -এ বাংলা লিখতে পারবো । জ়ানালে অনেক উপকৃত হব ।
    ধন্যবাদ……।

  28. Mozammal haque বলেছেন:

    Vai ami Microsoft word -a akta CV likhte cacci.kinto parcina,technically somossa hocce.jemon address-ar por nirdisto ekta jagai colon dia ful address likhle 1st line sesh hole 2nd line a 1st line theke anek bamdik theke aromvo hoi.ami kicutai ai line-ta ar 1st line borabor korte pari na.plz help me

  29. মোঃ মাহফুজুল আলম (আলমগীর) বলেছেন:

    ভাইয়া আমি একজন দলিল লিখক। পাশাপাশি টিইপিষ্টের কাজ করি তবে বাংলায় আমার লেখার গতি বেশি। এই পেশায় আমার আয় অনেক কম তাই আমি আউট সোর্সসিংয়ে কাজ করতে চাই এই জন্য আমি কি করব ?

  30. ভাই আমি আউটসোর্সিং কিংবা ফ্রিল্যান্সিং সম্নন্ধে যানতে চাই? কি ভাবে এটা করতে হয়? কি কি দরকার? কি নিয়ম বা পদ্ধতি রয়েছে?
    আমি চাকরির পাশাপাশি করতে চাই? এর জন্য আমি কি ভাবে এ সম্পর্কে জানতে পারি জানাবেন কি?

  31. আসসালামু আলাইকুম
    শাওন ভাইয়া আমি কিন্তু নতুন? চাকুরির পাশাপাশি কিছু ইনকাম করতে চাই যদি হেল্প করেন?
    বাসা সিরাজগঞ্জ চাকরি করি যশোরে।
    আমার দ্বারা হবে কিনা? কোন বিষয় থেকে শুরু করলে ভালো হবে জানাবেন। অপেক্ষায় রইলাম ………?

  32. You are eligible for a FREE Plus membership. যখন আমি ৩০ দিনের ফ্রী প্লাস মেম্বারশীপ ক্লেম করছি, তখন “You need to verify a payment method first” and select any of the following 3. When I’m click a option, then asking a Credit card No., Exp date ….Now I’m unable to BID. I don’t have any credit card but I’m trying to earn money from freelancer. Please let me know, how I start work as a freelancer.

  33. Hredoy Bhuiyan বলেছেন:

    ভাই আমি আউটসোর্সিং কিংবা
    ফ্রিল্যান্সিং সম্নন্ধে যানতে চাই?
    কি ভাবে এটা করতে হয়? কি কি
    দরকার? কি নিয়ম বা পদ্ধতি রয়েছে?ভাই আমি পড়া শোনার পাশাপাশি এটা শিখতে চাই।তা ছাড়া আমি ভাই কমপিউটার সায়ন্স এ পড়ি। তাই ভাই আমার মনে হয় এটা জানা দরকার। তাই আশা করি ভাই আপনি আমার জন্য কিছু একটা লিখবেন।
    পিজ্জ ভাই

  34. Othopor shuvo বলেছেন:

    আমার একটি ফেইসবুক একাউন্ট আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে বলছে কিন্তু আমার তো আইডি কার্ড নেই তাহলে আমি কিভাবে আমার একাউন্ট ভেরিফাই করবো? প্লিজ সাহায্য করুন

  35. Kausar Ahmed বলেছেন:

    আসসালামু আলাইকুম।আমি দশম শ্রেনীতে পড়ি, আমি গুগল প্লাস এ গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারছি না। আর কিভাবে আমি ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে পারি খুব সহজে। এরকম একটি ওয়েবসাইটের নাম বলে দেন,যে টাতে একটু জামেলা কম।

  36. অভ্র বলেছেন:

    আমার প্রেমিকাকে আমি যথেষ্ট ভালোবাসি।সে যাতে কখনো কষ্ট না পায় তাই সবসময় সতর্ক থাকি।এমন কিছুই করি না যার কারনে সে কষ্ট পাক।ইদানিং সে আমাকে কিছুটা ইগনোর করছে।আজ সকালে বললো সে আমার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে।আমি এখন কি করব?
    আমি কিভাবে তাকে আগের মতো করে আকৃষ্ট করতে পারি?

  37. বিদ্যা বলেছেন:

    ভাইয়া আমি আমার পাসওয়ার্ড ভুইলা
    গেছি,forget দিলে আইডি আসে কিন্তু forgrt এর কোন অপশন আসেনা আমার আগের পাসওয়ার্ড মনে আছে কিন্তু পরের টা ভুইলা গেছি।

  38. পিংব্যাকঃ থদধষদদণড – Zero

বিদ্যা এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল