আমার কথা

আমি, মো: আরিফুল ইসলাম শাওন, ব্লগিং/ভার্চুয়াল জগতে অনেকেই ব্লগার শাওন নামেও জানে। থাকি রঙের শহর রংপুরে। ছোট বেলা থেকেই এখানে বেড়ে উঠা। পড়াশুনা সব এখানেই। অনেক ইচ্ছা থাকলেও, নিজের শহরকে ছেড়ে অন্য কোথায় যেতে পারি নাই। জানি না ভবিষ্যতেও যেতে পারবো কিনা।

পড়াশুনা করছি হিসাববিজ্ঞান(বিবিএস) নিয়ে দ্বিতীয় বর্ষে রংপুর সরকারী কলেজে। সাধারন মানের লেখা পড়া করছি ঠিকই কিন্তু প্রযুক্তির প্রতি কতটা নেশা তা লিখে বুঝাতে পারবো না। আর এই নেশার টানেই ২০০৮ এর শেষের দিকে থেকে ব্লগিং এর হাতে খড়ি, অবশ্য কম্পিউটারে হাতেখড়ি হয়েছিল ২০০৬।

সারাক্ষান নেটের পিছনে পড়ে থাকি জ্ঞান আহরণের জন্য, জানিনা কতটুকু জ্ঞান আত্ত্বস্থ করতে পেরেছি। যতটুকুই জানছি তা অন্যদের মাঝে বিলিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়তই। কারন জ্ঞানকে কুক্ষিগত করে রাখলে সেই জ্ঞানের অবমূল্যায়ন ছাড়া মূল্যায়ন হয় না।

নিজের প্রতিটি সময়/মুহুর্তকে কাজে লাগাতে চেষ্টা করছি। আমার কাছে বাহিরে দু’-চারটা বন্ধুর সাথে আড্ডা দেয়ার চেয়ে নেটে বসে থাকা অনেক গুরুপ্তপূর্ণ মনে হয়। তাই অনেকেই আমার সাথে মিশতে পারে না। তাতে আমার কি? বাহিরে বের হইনা বলে কি আমার বন্ধুর অভাব? জ্বী না। আমারো আছে। ভদ্র এবং প্রযুক্তি মনা বন্ধু।

আপাতত পড়াশুনার পাশাপাশি পেশা হিসাবে ফ্রিলান্সিং করছি ওডেক্স এবং ফ্রীলান্সার এ। চলছি নিজের মত করে। আর বাংলায় ব্লগিং করছি দেশের প্রথম সারির কিছু ব্লগে এবং সাথে ইংরেজি কয়েকটি ব্লগে। যারা ব্যক্তিগতভাবে আমারা সাথে মিসছেন তারা জানেন কোথায় কোখা ব্লগিং করছি। তারপরেও বলছি:

সামহোয়ারইনব্লগ বাংলাদেশের সর্বপ্রথম ইউনিকডবেসড ব্লগ। ব্লগটির যাত্রা শুরু হয় ২০০৫ কি ২০০৬ থেকে। প্রযুক্তি নিয়ে লিখা হলেও বেশির ভাগ সময়ই রাজনীতিমূলক পোস্টে ভরপুর! কিছু লিখা জমা করেছি এখানেও। 😉

টেকটিউন্স.কম.বিডি দেশের প্রথম সারির ব্লগে মধ্যে একটি। এখানে ২০০৯ সাল থেকেই আমার বাংলা ব্লগিং শুরু। মাঝে কিছুদিন বিরতি থাকলেও এখন মাঝে সাঁঝেই আবার লিখি, টিউন পড়ি আর কমেন্ট করা ছাড়া টিটিতে বেশি লিখা হয় না এখন। আমার টিটি প্রোফাইল দেখতে পারবেন এখানে থেকে! 🙂

রংপুরসোর্সব্লগ আমার আইটি ফার্মের টেক ব্লগ এটি। আমার লিখা অন্যন্য ব্লগের বেশির লিখা গুলো আমি প্রথমেই এই ব্লগে প্রকাশ করি। তাই বেশি কিছু বলার নাই এই ব্লগ সম্পর্কে। আর হ্যাঁ, আপনিও লিখতে পারেন এখানে

বিজ্ঞান প্রযুক্তি.কম ব্লগে ব্লগিং করছি ১৭/০৩/২০১১ থেকে। বলা চলে হঠাৎ করেই বিপি’র ব্লগিং প্যানেলে প্রবেশ আমার। এখানে প্রবেশ করে বাংলা ব্লগিং এর আসল স্বাধ পেয়েছি। তাই লিখে চলছি শত ব্যস্তাতার মাঝেও। আমার বিপি প্রোফাইল দেখতে পারেন এখানে থেকে

আর্নট্রিকস.কম এই ব্লগে ব্লগিং করছি এবং সাখে সাথে একজন গর্বিত মডেরেটর এর দ্বায়িত্ব পালন করছি। বেশি কিছু লিখতে পারি নাই ইটি-তে। তবে, ইন্টারনেটে আয়মূলক কিছু লেখার চেষ্টা করছি। আমার ইটি প্রোফাইল দেখতে পারেন এখানে থেকে

ExpressBlogger.Net বাংলাদেশীদের ইংরেজী ব্লগের সংখ্যা অনেক কম। তবে এক্সপ্রেসব্লগার.নেট উম্মুক্ত ইংরেজী ব্লগিং প্লাটফর্ম। এখানেও প্রথমের দিকে কিছু ফালতু লিখা লিখছিলাম। এখন আর লিখি না, তবে মাঝে মাঝে পোষ্ট পড়ি ও মন্তব্য করি। আমার ইবি প্রোফাইল দেখতে পারেন এখানে থেকে

BloggerShaon.Com এটি আমার নিজের ইংরেজী ব্লগ। এ্যাতো কিছু সামলানোর পরে নিজের ব্লগে সময় দেয়া হয়না এতটুকুও যতটা ইচ্ছা নিয়ে নিজের ইংরেজী ব্লগ তৈরী করি। হয়তো মাসে ১/২ টি পোষ্ট করলেও করি না করলে একবারও ব্লগটিতে যাওয়াও হয় না। তার পরেও নিজের ব্যক্তিগত ইংরেজী ব্লগ বলে কথা। 😉 আমার ইংরেজী ব্লগটি দেখতে পারে এখানে থেকে

এগুলো ছাড়াও আরো অনেক ব্লগে নাম লিখিয়েছে। তবে, সেগুলোতে কখনো কোন লিখা জমা দেয়া হয় নাই। সামনের দিনে কখনও দিতে পারবো কিনা জানি না।

আহ! নিজেকে নিয়ে অনেক প্যাঁচাল পাড়লাম। এতো কিছুর পরও নিজের মন সব সময় কেন জানি উদাসীন থাকে। হয়তো কারো জন্য,কিন্তু কে সেই আমার উদাস মনের উদাসীনী? যাকে ঘিরে আমার সব কল্পকথা রচিত হবে। যাকে নিয়ে স্বপ্নলোকের সিঁড়ি পাড়ি দিয়ে জীবনকে রাঙ্গাবো ভালবাসার উৎসবে। উদাসিনী, আমি তোমার অপেক্ষায় রইলাম, ধরা দিতেই হবে তোমার! 🙂

48 thoughts on “আমার কথা

  1. tusin বলেছেন:

    শাওন ভাই অণেক আগেই আপনার ব্লগটায় এসেছি কিন্তু মন্তব্য করা হয়ণি……
    wordpress এ দেখে ভাল লাগল……………..
    হ্যাপি ব্লগিং…………….

  2. সুন্দর জিনিস সবাই ভালবাসে। আমার কাছে এই থিমটা সুন্দর লেগেছে। বিশেষ করে সার্চ বক্সের নিচের ঘাস গুলো সুন্দর। আমার চোখ লেখার থেকে ডিজাইনে বেশী যায়, তাই দুঃখিত। তাছাড়া লেখা না পড়ে কমেন্ট করা ঠিক হবে না। আপনার লেখা গুলো ভাল লেগেছে।

    শুভ ব্লগিং 😀 ।

  3. HARRY বলেছেন:

    সেই আমার উদাস মনের উদাসীনী? তার অপেক্ষা না হয় করতেই থাকলাম আপাতত। যা দরকার সে নিজেই ধরা দিবে, কি বলেন AwSoMe…………….

  4. আশা করি আপনার এ প্রচেষ্টা থেকে নতুনরা অনেক কিছুই পাবে। চালিয়ে যান, ভাই। নিজের কর্মকে নিজের জীবনের সীমানার বাইরে টিকিয়ে রাখাই জীবনের স্বার্থকতা। স্বার্থক হোক আপনার জীবন। স্বার্থক হোক আপনার এই উদার মানসিকতা।

  5. পিংব্যাকঃ Hello world! | News Tag
  6. পিংব্যাকঃ থদধষদদণড – Zero

সোহাগ এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল